Monday, September 10, 2018

"ঐতিহ্যবাহী জাহিদ পুর হাফিজিয়া মাদ্রসার হিফজ সমাপনি অনুষ্টান সম্পন্ন্য।
আজ ১০/০৯/১৮ইং রোজ সোমবার সকাল ১১ঘটিকার সময়,ঐতিহ্যবাহী জাহিদ পুর হাফিজিয়া মাদ্রসার ২০১৮ সনের হিফজ সম্পন্ন্য করেন,হাফিজ ক্বারী মোঃ সুমন আহমদ।
মাদ্রসার মেনেজিং কমিটির সভাপতি,আলহাজ্ব মসাহিদ আলী সাহেবের সভাপতিত্বে,এবং অএ মাদ্রসার,প্রধান শিক্ষক হাফিজ ফখর উদ্দিন সাহেবের পরিচালনায় হিফজ সপন্ন্য অনুষ্টান ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়,অনুষ্টানের শুরুতে পবিএ কালামে পাক থেকে তিলাওয়াত করেন,হিফজ সম্পন্ন্য কারি ছাএ হাঃ মোঃ সুমন আহমদ,ইসলামি সংগীত পরিবেশনা করেন,এনামিয়া শিল্পী গোষ্টী জাহিদ পুর হাফিজিয়া মাদ্রসা, এতে উপস্থিত ছিলেন,জাহিদ পুর জামেয়া ইসলামিয়া দাখিল মাদ্রসার, সুপারিনটেনডেন জনাব মাওঃ নুরুল হক সাহেব,জাহিদ পুর পুলিশ তদন্ত কেন্দ্রের ইনচার্জ জনাব আজিজুর রহমার সাহেব,জাহিদ পুরাতন বাজারের ইমাম ও খতিব মাওঃ হায়াতুল ইসলাম সাহেব, এতে অএ মাদ্রসার মেনেজিং কমিটির সদস্য,আলহাজ্ব মকবুল আলী,আলহাজ্ব আব্দুল মতিন,আলহাজ্ব মাওঃ আলী আসকর,আব্দুলল্লাহ,মাসুক আলী সাহেব এবং অএ মাদ্রসার সহকারী শিক্ষক হাঃ ওসমান গণী, হাঃ আবুল হাসান সাহেব সহ প্রমুখ।


No comments:

Post a Comment