Saturday, November 5, 2022

Business Card Design

 What kind of business card you need? Firstly, you should look at business. Afterwards, you can increase your business by promote. 

More info:

Aminulh0288@gmail.com 


Monday, July 26, 2021

টিকটকে ধামাকা অফার । EiD Offer

 টিকটকে এবার ধামাকা অফার😍

সারাদেশে টিকটক রেফার করে টাকা ইনকাম করছেন অনেক টিকটক ইউজার। আপনি চাইলে আপনার বন্ধুদের এড্ড দিয়ে টাকা ইনকাম করতে পারবেন । তাহলে আর দেরি না করে কিভাবে টিকটক অ্যাকাউন্ট খুলবে দেখে নিন। 

প্রথমে নিচের লিংকে ক্লিক করুন https://vm.xzcs3zlph.com/ZGJSn7YA3/

এবং 

Invite Code Copy করুন এবং ডাউনলোড করুন তারপর লগইন করুন এবং Invite Code 

BD9852203  এটা বসিয়ে Confirm এ ক্লিক করুন। ক্লিক করার পর সাথে সাথেই ১০ টাকা মোবাইলে Top up অর্থাৎ রিচার্জ করতে পারবেন৷

ঈদ অফারে প্রতি রেফারে পাবেন ৬০ টাকা। 😍



Sunday, April 19, 2020

অন্যরকম অনুভূতি

মানুষ মরে যায় কিন্তু  রয়ে যায় স্মৃতি। আমরা সবাই এমন এক পরিস্থিতিতে রয়েছি যা বলে বুঝানোর ভাষা আমাদের নেই৷ তবুও সময়ের অপেক্ষায়.... । 





Monday, June 24, 2019

তাল হারা এক বেতালা মন আমার । আমিনুল ।

আমাকে আমার মতো থাকতে দাও আমি নিজেকে নিজের মতো গুছিয়ে নিতে পারব । একদিন এ সোনার পৃথিবী ছেড়ে সবাইকে মাটির নিচে যেতে হবে । মায়ার দুনিয়ায় কেউ চিরস্থায়ী নয় । তাই নিজেকে নিজের মতো গুছিয়ে নিন ।

                     মোহাম্মদ আমিনুল হক

Monday, September 24, 2018

    বিসমিল্লাহির রাহমানির রাহীম
জাহিদপুর জামেয়া ইসলামিয়া দাখিল মাদ্রাসায় নতুন একাডেমি ভবন বরাদ্দ বাবদ 3,00,000/-  (তিন কোটি)  টাকা অনুদান প্রদান করায়
মাদ্রাসা পরিচালনা কমিটির
সভাপতি (মাওঃ মোঃ ওসমান গণি ) ও সদস্যবৃন্দ, এলাকাবাসী , শিক্ষক , শিক্ষার্থীদের পক্ষ থেকে মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনা ও সিলেট বিভাগের সবচেয়ে জনপ্রিয় সংসদ সদস্য ( ছাতক-দোয়ারাবাজার)  সুনামগঞ্জ -5  গণ মানুষের নেতা জনাব মুহিবুর রহমান মানিক এম.পি কে
প্রাণঢালা অভিনন্দন ও আনন্দ মিছিল ।

Friday, September 21, 2018

শিরোনাম : ৬ষ্ঠ মুহাম্মদ আনা মিয়া স্মৃতি মেধা যাচাই পরীক্ষা ২০১৮ || স্থান: জাহিদপুর নতুন বাজার || ছাতক - সুনামগঞ্জ |||

"৬ষ্ঠ মুহাম্মদ আনা মিয়া স্মৃতি মেধা যাচাই
পরীক্ষা ২০১৮ সফল ভাবে সম্পন্ন"
..............
মোহাম্মদীয়া ইসলামিক ওয়েলফেয়ার
অর্গানাইজেশন কর্তৃক আয়োজিত "৬ষ্ঠ মুহাম্মদ আনা
মিয়া স্মৃতি মেধা যাচাই পরীক্ষা ২০১৮"সফল ভাবে
সম্পন্ন হয়েছে। জাহিদপুর সারং বাড়ী নিবাসি
মো.আনছার মিয়ার অর্থায়নে অদ্য ২১/০৯/১৮
শুক্রবার জাহিদপুর জামেয়া ইসলামিয়া দাখিল
মাদ্রাসায় ছাতক,জগন্নাথপুর ও বিশ্বনাথ উপজেলার ১৮ টি
শিক্ষা প্রতিষ্ঠানের প্রায় ২৫০ জন শিক্ষার্থীর
উপস্থিতিতে সকাল ১০:৩০ থেকে দুপুর ১২:০০ ঘটিকা
পর্যন্ত পরীক্ষা অনুষ্ঠিত হয়।
পরে বিকাল ৩:০০ ঘটিকার সময় জাহিদপুর জামেয়া
ইসলামিয়া দাখিল মাদ্রাসা প্রাঙ্গনে পুরষ্কার
বিতরণ উপলক্ষে এক আলোচনা অনুষ্ঠানের আয়োজন
করা হয়।মাদ্রাসার সুপার মাও.নুরুল হকের
সভাপতিত্বে অনুষ্ঠিত অনুষ্ঠানে প্রধান অতিথির
বক্তব্য রাখেন বুরাইয়া কামিল মাদ্রাসার উপাধ্যক্ষ
আলহাজ্ব মাও.সিরাজুল ইসলাম ফারুকী।সংগঠনের
সাধারন সম্পাদক ফয়ছল আহমদ ইমনের পরিচালনায় অনুষ্ঠিত অনুষ্ঠানে
বিশেষ অতিথির বক্তব্য রাখেন আনা মিয়া স্মৃতি মেধা চাই পরীক্ষার পৃষ্ঠপোষক আনছার মিয়া,জনতা
মহাবিদ্যালয়ের ইংরেজি প্রভাষক রুহুল করিম শিবলু,জাহিদপুর জামেয়া ইসঃ দাঃ মাদ্রাসার সভাপতি মাও.ওসমান গণী,পালপুর উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মুস্তাকুর রহমান মুস্তাক,মঈনপুর বহুমুখী উচ্চ বিদ্যালয়ের সহকারী প্রধান শিক্ষক নজরুল ইসলাম,জাহিদপুর জামেমসজিদের মুতাওয়াল্লী মানিক মিয়া,তাজুল ইসলাম।সংগঠনের সহ-সভাপতি গুলজার আহমদ স্বাপনের স্বাগত
বক্তব্যের মাধ্যমে শুরু হওয়া অনুষ্ঠানে আরো বক্তব্য
রাখেন সংগঠনের সাবেক সভাপতি ও উপদেষ্টা পরিষদের অন্যতম সদস্য মো.মাহবুবুল হাসান
জুয়েল।
আলোচনা অনুষ্ঠান শেষে পরীক্ষায় উত্তির্নদের
মধ্যে পুরষ্কার হিসেবে নগদ অর্থ,ক্রেষ্ট ও সনদ
বিতরন করা হয়।
এছাড়াও বিশেষ আকর্ষণ হিসেবে ক,খ,এবং গ গ্রুপে সম্মিলিত মেধা তালিকায় সর্বোচ্চ নম্বর প্রাপ্ত প্রতিযোগিকে একটি মোবাইল সেট প্রদান করা হয়।

Monday, September 10, 2018

"ঐতিহ্যবাহী জাহিদ পুর হাফিজিয়া মাদ্রসার হিফজ সমাপনি অনুষ্টান সম্পন্ন্য।
আজ ১০/০৯/১৮ইং রোজ সোমবার সকাল ১১ঘটিকার সময়,ঐতিহ্যবাহী জাহিদ পুর হাফিজিয়া মাদ্রসার ২০১৮ সনের হিফজ সম্পন্ন্য করেন,হাফিজ ক্বারী মোঃ সুমন আহমদ।
মাদ্রসার মেনেজিং কমিটির সভাপতি,আলহাজ্ব মসাহিদ আলী সাহেবের সভাপতিত্বে,এবং অএ মাদ্রসার,প্রধান শিক্ষক হাফিজ ফখর উদ্দিন সাহেবের পরিচালনায় হিফজ সপন্ন্য অনুষ্টান ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়,অনুষ্টানের শুরুতে পবিএ কালামে পাক থেকে তিলাওয়াত করেন,হিফজ সম্পন্ন্য কারি ছাএ হাঃ মোঃ সুমন আহমদ,ইসলামি সংগীত পরিবেশনা করেন,এনামিয়া শিল্পী গোষ্টী জাহিদ পুর হাফিজিয়া মাদ্রসা, এতে উপস্থিত ছিলেন,জাহিদ পুর জামেয়া ইসলামিয়া দাখিল মাদ্রসার, সুপারিনটেনডেন জনাব মাওঃ নুরুল হক সাহেব,জাহিদ পুর পুলিশ তদন্ত কেন্দ্রের ইনচার্জ জনাব আজিজুর রহমার সাহেব,জাহিদ পুরাতন বাজারের ইমাম ও খতিব মাওঃ হায়াতুল ইসলাম সাহেব, এতে অএ মাদ্রসার মেনেজিং কমিটির সদস্য,আলহাজ্ব মকবুল আলী,আলহাজ্ব আব্দুল মতিন,আলহাজ্ব মাওঃ আলী আসকর,আব্দুলল্লাহ,মাসুক আলী সাহেব এবং অএ মাদ্রসার সহকারী শিক্ষক হাঃ ওসমান গণী, হাঃ আবুল হাসান সাহেব সহ প্রমুখ।